হে বন্ধু বিদায়!
ব্যাকুল ব্যাথিত উতলা কন্ঠে পৌঁছিলে বার্তায়।
শৈল অচলে, খুঁজিও না মোরে, ঊষায় অবেলায়।
বন্যপাখির ক্রন্দনে যদি মহীরুহ ভেসে যায়,
বোধ করি মোর ব্যাথাতুর হিয়া অতিশয় অতিকায়।
হে বন্ধু, বিদায়!
বিহঙ্গ যদিও গগনে ভাসিয়া কূজনের গীত গায়,
হংস যদিও জলাধার পেয়ে অমলিন সাঁতরায়,
নিবুনিবু করে জোনাকির দল নির্জন সন্ধ্যায়,
খাঁচার ভিতরে পাখি তো শুধুই ডানাখানি ঝাঁপটায়,
রবির আলোকে জোনাকজ্যোতি স্তিমিত যায় প্রায়,
তাই বন্দী তোমারে মুক্ত করেছি চিন্তনে চেতনায়,
পূর্ণ স্বাধীনতায়।
হে বন্ধু, বিদায়!
কুয়াশায় ঢাকা প্রভাত যেমনি রৌদ্র প্রার্থনায়,
চাতক যেমনি উন্মাদনায়, বর্ষা প্রতীক্ষায়।
তেমনি রক্তে আমার প্রাণবিন্দু বারেবারে শিহরায়।
অপূর্ণতা মাঝে মিতালি যে ঠিক সঞ্চিত সাধনায়।
পরম মৌনতায়!
হে বন্ধু, বিদায়!