গোলাপ! রক্ত গোলাপ!
বড় নিদারুণ লাল গোলাপ!
দিবা লগনের অন্তিমে অই পশ্চিমে ডুবে গোলাপ।
নববধূর ঐ বেদনাবিধুর আলতার রঙ গোলাপ।
সচকিত অই দুধের শিশুর অবুঝ হাসি গোলাপ।
চঞ্চলা অই মেঘবালিকার সলাজ নেত্র গোলাপ।
উনুনের তাপে খেজুরগুড়ের নকশী পিঠা গোলাপ।
সুচারু হাতের তাঁতের বুননে নজরবন্দী গোলাপ।
প্রেয়সীর প্রিয় চিঠির ভাঁজে রক্ষিত আছে গোলাপ।
মায়ের শাড়ির স্নিগ্ধ আঁচলে সুবাসিত হয় গোলাপ।
রুক্ষকেশী শ্যামকিশোরীর খোপায় বিদ্ধ গোলাপ।
শিল্পীর কারুকার্যখচিত খন্ডিত লাল গোলাপ।
সূচের আঁচড়ে, সুতির কাপড়ে চিত্রিত হয় গোলাপ।
তিতলি ঘুঙুর কঙ্কনেতে অঙ্কিত লাল গোলাপ।
যুদ্ধংদেহী মুক্তিসেনার যুদ্ধের ক্ষত গোলাপ।
বিক্ষত মনে ঢাল হয়ে জাগা প্রতিরোধ এই গোলাপ।
বিরহকাতর মলিন হৃদয়ে অবিরত পুড়ে গোলাপ।
কত অজ্ঞাত অজানা গল্পে অভিলাষ এই গোলাপ।
বিদিশার অই কুন্তলেতে বেণীরগাঁথন গোলাপ।
ছোট্ট খুকীর ফিতার বাঁধনে লালঝুঁটি এই গোলাপ।
বায়োস্কোপে পুতুলনাচের সংসার এই গোলাপ।
গাঁয়ের মেলার নাগরদোলার ঘূর্ণন এই গোলাপ।
গোধূলিবেলার গহীন গন্ধে গুঞ্জন এই গোলাপ।
কন্টকভরা পিঞ্জরে মোর প্রস্ফুটিত গোলাপ।
লাল গোলাপ।
বড় রক্তিম লাল গোলাপ।
বড় নিদারুণ লাল গোলাপ।