জানিনে কতক সত্য তাহার কতটুকু অভিনয়,
স্পষ্ট করিয়া বলে দাও সখি ভালোবাসা কারে কয়?
কোন দলিলে, ভালোবাসিলে, জাগে তুমিহীন সংশয়
স্পষ্ট করিয়া বলে দাও সখি যাতনা কাহারে কয়?
কোন যাতনায়, মনো-বাসনায়, আত্মগ্লানির ভয়
স্পষ্ট করিয়া বলে দাও সখি অনুগ্রহ কারে কয়?
কোন অনুগ্রহে, কল্পনা গৃহে, তোমার অভ্যুদয়,
স্পষ্ট করিয়া বলে দাও সখি আপন কাহারে কয়? কেন আমরণ, লাগিছে আপন, তোমার পরিচয়?
স্পষ্ট করিয়া বলে দাও সখি সোহাগ কাহারে কয়?
কেন অনুরাগ, তোমার সোহাগ, চিরচেনা বোধোদয়
স্পষ্ট করিয়া বলে দাও সখি যতন কাহারে কয়?
ফুলের মতন, তোমার যতন, বরষার মেঘালয়।
স্পষ্ট করিয়া বলে দাও সখি আবেগ কাহারে কয়?
কিসের আবেগে, রক্তিম দাগে, রঞ্জিত এ হৃদয়।
স্পষ্ট করিয়া বলে দাও সখি অনুভূতি কারে কয়?
কেন অনুভূতি, আকুল মিনতি, তোমার অনুনয়।
স্পষ্ট করিয়া বলে দাও সখি উন্মাদ কারে কয়?
কিসের অনুনাদ, বড় উন্মাদ, হইয়াছি নিশ্চয়।
স্পষ্ট করিয়া বলে দাও সখি মিতালি কাহারে কয়?
যেমন মিতালি, প্রভাত কুহেলি, ঘিরিয়াছে জলাশয়।
স্পষ্ট করিয়া বলে দাও সখি ব্যাকুলতা কারে কয়?
কেন বিচলিত, চির ব্যাকুলিত, উৎকন্ঠা নাহি সয়।
স্পষ্ট করিয়া বলে দাও সখি উদাসীন কারে কয়?
উদাসীন পটে, নিত্যই ঘটে, আত্মিক পরাজয়।
স্পষ্ট করিয়া বলে দাও সখি স্বপন কাহারে কয়?
বিমূর্ত আবেশে, স্বপনের দেশে, নয়নের চিন্ময়।
স্পষ্ট করিয়া বলে দাও সখি স্বপন কাহারে কয়?
শুভ্র মননে, কাঁটার বাগানে, গোলাপের সঞ্চয়।
স্পষ্ট করিয়া বলে দাও সখি অমানিশা কারে কয়?
ঘোর অমানিশা, রাত্রি বিদিশা, অবনীর মৃন্ময়।
স্পষ্ট করিয়া বলে দাও সখি উদগ্রীব কারে কয়?
তুচ্ছ এ জীব, বড় উদগ্রীব, নির্বাক সুর লয়।
স্পষ্ট করিয়া বলে দাও সখি কে নিবে তার দায়?
হিম হয়ে জমা হাজার প্রশ্ন তোমার জবাব চায়।