দূরপানে যাহা হেরি
বোধ করি মোহময়।
বাহুর নাগালে যেন
আকুলতা লোপ পায়।
যামিনীর ঘোর কাটে
নিদ্রালু সন্ধ্যায়।
ক্ষুধার দৈন্যতা যেথা
দমে যায় মন্দায়।
উপমা জুড়িয়া যত
স্বার্থের ফন্দি।
চারিপাশে হেরি সবে
আমিত্বে বন্দী।
মুক্তিরও মঞ্চ যে
ভেঙে যায় লালসায়।
আত্মারও গ্লানি নাকো
শুচে ঘোর বর্ষায়।
দৃষ্টিরও আড়ালে তো
পাছে লোকে কথা কয়।
সম্মুখে তারে হেরি,
মৌন সে অতিশয়।
যাতনার বুলিগুলো
রয়ে যায় অতলে।
অর্জন উল্লাসে
সিধ কাটে সকলে।
আঁখিপাত করি কত,
চারিপাশে অভিনয়।
সত্যেরও কুন্ডলী
দেয় নাকো পরিচয়।
স্বচ্ছল পাণি যার,
সুবিশাল ধনবান,
তাহারই আদর জোটে,
অভাবীতে অপমান।
মূর্খের ভ্রান্তিও
কিঞ্চিৎ সত্য।
অনিয়ম বেড়াজালে
এ জীবন গদ্য।