তোমরা যেথায় জীবন খুঁজো,
সেথায় সবই জড়।
ক্ষুধার রাজ্যে কেউ কারো নয়,
সবাই লাগে পর।
খিদার চোটে হয় যে পাগল,
ক্ষুধার জ্বালায় চোর।
তোমরা তারেই ঠেলবে দূরে,
"দূরে গিয়ে তুই মর!"
পুকুরচুরি করবে যেজন,
খুঁজবি না তার ঘর।
পেটের জ্বালায় মত্ত যেজন,
ভাঙবি তাহার ধড়।
কার জীবনে প্রতুলতা?
কার জীবনে ঝড়?
তুই তো তাহা দেখবি নারে,
অভাগারে দিবি চড়।
রাগের চোটে মারিতে লাথি,
গরিবের বড় দর।
গাত্রে তাহার ভাঙবি লাঠি,
শকুন করেছে ভর।
গরিব বোঝে না, মামলা আইন
নিম্ন তাদের স্মর।
সব সুযোগে মারবি রে তুই,
কী নারী, কী নর।
দুস্থ এতিম পরিচয়হীন
মারিতে লাগে না ডর।
যখন মারিবে, মন্দা তোরে,
দেখবি কেমন জ্বর।