জন্মিয়াছে দেখ, এতিম শিশু,ঘোর তমসার এই রাতে।
ঠিকানা তাহার একটাই, ময়লার অই স্তুপটাতে।

অসুর চেনো? ইবলিশ চেনো?
তারাও আজি হার মেনেছে!
আশীর্বাদের দূত যারে কয়!
ফেরেশতারই মুখ যারে কয়!
জনম তাহার কাল হয়েছে।
সে আজ অভিশাপ হয়েছে!

জন্মিয়াছে এতিম শিশু, সমাজ তারে মানবে না যে,
লাজলজ্জা লাঞ্ছনা ভয়ে, জননী তারে ত্যাগিয়াছে।

ভগবান চেনো? আল্লাহ চেনো?
তাঁরাও আজি লাজ পেয়েছে।
আজি দূর্গার সন্তান গেল কই?
ইব্রাহিম সন্তান গেল কই?
তারা কি পরিচয় প্রত্যাখ্যান করেছে?
বীভৎস এই বঞ্চনাতে, দেখ স্রষ্টারই অপমান হয়েছে।

জন্মিয়াছে এতিম শিশু, কাঁদাইয়া মিথ্যাসুখের ঘর!
উদরে লালিত সন্তান দেখো, হয়ে গেল কত পর?

কর্ণের মাতা কুন্তীরে চেনো?
ঈসার জননী মরিয়মরে চেনো?
ভীষণ রকম লজ্জায় আজি তাঁরাও ঢাকিছে মুখ।
গর্ভের সন্তান হননে কি, কাঁপে না মায়ের বুক?
ব্রহ্মচারী লোকনাথের অনুসারী আজ কই?
শাহজালাল হযরতের অনুসারী আজ কই?
দেখো তারা কাঁহার শিক্ষা ম্লান করেছে?
কলিযুগ! শেষ জামানা! দেখো দেখো কি এসেছে!

জন্মিয়াছে অভাগা ইয়াতিম শিশু!
এক মর্ত্য নরকে হায়!
লভিবে কি স্বর্গ মায়ের শিয়রে?
জান্নাত পাবে পায়?

রামের বচন স্মরিয়া দিই, অনুরাগীরা শুনো!
মাতৃরীণ কোনো সন্তানঃ কদাচিত্ পরিশোধ্ করতে পারে ন!
দেখো অগোচরে কাঁদিছেন তিনি, কাঁদে সুপুরুষ রাম,
ঈশ্বর কি এই অবিচার হেরিতে গড়েছেন ধরাধাম?

রাসুলুল্লাহ হযরতের আঁখি মোবারক রক্তিম আজ,
ভুলিয়াছে কি তাঁর উম্মত জাতি?
আজ্জানাতু তাহতা আক্বদামিল উম্মাতি!
স্বয়ং আল্লাহ কীভাবে সয়?
দুধের শিশুরে ত্যাজ্য করিতে, মায়ের লাগে না ভয়?

ছি! ছি!
দানবরা আজ নাচে!
আজ দাজ্জাল মাতে উল্লাসে!
আজ বর্জ্য আধার ময়লার স্তুপ
ভরিছে এতিম শিশুর লাশে!

যেন জন্মিয়াছেই এতিম শিশু,
ডাস্টবিনেরই একপাশে!