আমি পথিক,
আমি ক্লান্ত
আমি প্রতিকূল সব পথ বেয়ে চলি
অভিযান দুর্দান্ত!

আমি মুসাফির
আমি পান্থ
বন্ধুর সব যাত্রা আমার
হই না কো তবু ক্ষান্ত।

আমি যুদ্ধজয়ী মুক্তিসেনার
রণাঙ্গণের ক্ষত।
শমসের হাতে চুরমার করি
অন্যায় দেখি যত।

আমি ছন্নছাড়া বাউন্ডুলের
চাহনিতে দেখি মর্ত্য।
আমি বিক্ষুব্ধ এক প্রচন্ডতা
অসুর বিনাশী দৈত্য।

আমি সাইক্লোন, আমি টর্নেডো হয়ে
সন্ধান করি সত্য।
আমি ক্ষুধিত হিয়ার হাহাকার ধ্বনি
পদাঘাত করি মন্দ।

আমি জালিম হৃদ্যে ত্রাস জাগানিয়া
নির্বিকার এক চিত্ত।
জুলফিকারে কশাঘাত করি।
অর্জুন বাণে বিদ্ধ।

আমি বজ্রনিনাদ, যুদ্ধ দামামা,
বিনা প্রশ্নে হেফাজত করি আমানত অর্পিত।
আমি উদগ্রীব কোনো পথচারী
উচ্চ শিরে সম্মুখে চলি, প্রতি পদ উদ্ধত।

আমি প্রণব শিখার চিন্ময়
আমি ব্যাঘ্রধ্বনি হুংকার।
আমি শোণিত হিয়ার আর্তনাদ
আমি উৎপীড়িতের চিৎকার।

আমি মৃন্ময়ী এক তৃষিত মানস
অভাবীরে দেয়া ধিক্কার।
আমি শ্বাপদ বনাম যুদ্ধ করি
দুশমন করি সৎকার।

আমি আবু লাহাবের ধ্বংস
রাবণ হননে সোচ্চার।
আমি অধর্মেরই বিনাশ কামনা
রক্ষক আমি সাচ্চার।

আমি নৃত্য পাগল ছন্দের
তাথৈ তাথৈ ঝংকার।
আমার চলন ঝনঝনানিতে
কম্পিত রাজদরবার।

আমি মহাকাব্যের প্রলয় ট্রাজেডি
সৈনিক আমি দূর্বার।
সমরাঙ্গনে বিক্ষত হয়ে
জয় কেড়ে আনি বারবার।