দুনিয়া আমারে ত্যাজ্য করেছে, চূর্ণ করেছে প্রাণ,
তাই বিরানভূমির ভগ্ন হৃদয়ে ফুটিয়াছে রমজান।
ঝরাপালকের রিক্ততা যবে বিবেক করেছে ম্লান,
সর্বদা দিগবিদিক রাঙিয়া আসিয়াছে রমজান।
বাহ্যিকতার লালসা, ভ্রান্তির ছলে করিয়াছে পাষাণ,
সাহসিকতার সবর আমারে শিখাইয়াছে রমজান।
ছিনু অথৈ সাগরে পথ হারানো ক্ষীণকায় সাম্পান,
দিগন্তেরই আলপথ সেথা আঁকিয়াছে রমজান।
দখিনা হাওয়ায় মিষ্ট সুবাস, শিউলি ফুলের ঘ্রাণ,
মরীচিকা ভরা মরুর বুকে, জলধারা রমজান।
অত্যাচারিত ক্ষুধিত হিয়ার যাতনার আখ্যান,
বঞ্চিতদের বন্দীজীবন চিনাইয়াছে রমজান।
যবে যবে মোরে নিরাশার ক্ষত করেছে সন্দিহান,
সতত সহসা মশাল হস্তে ফিরিয়াছে রমজান।
বিহঙ্গশ্রেণীর কূজনেতে শুনি আল্লাহর শোকরান,
যেন জান্নাতি দ্বার খুলিয়া রাখিয়া আগত রমজান।
যেন মহান স্রষ্টা আল্লাহর পানে ফিরিবার আহ্বান,
আশু মুক্তির কল্যাণধারী আয়োজন রমজান।
লাগে চুল পরিমাণ জলের বিন্দু ভয় করিতে পান,
মহান স্রষ্টা দেখিতেছে মোর সিয়াম ও রমজান।
বিরল রোগে আইয়ুব নবীর আল্লাহতেই ইমান,
যেমনি অগ্নিবলয়ে ইব্রাহিম নবী দৃঢ়তায় বলীয়ান,
রবের নিমিত্তে সঁপেছে জীবন ইব্রাহিম সন্তান,
যেমনি বদ্ধ কুয়ায় ইউসুফ মনে স্রষ্টার নিশান,
যেমনি প্রিয় নবীজির চরম সত্য তায়েফের ময়দান,
তাঁদের কিঞ্চিৎটুকু সবর হলেও, চাহিতেছি সন্ধান।
জমিনের বুকে, শীগ্রই তবে, আসুক রমজান।