দাঁড়িয়ে আছেন, আবু সাঈদ, ভাইটি আমার,
সাহসভরা বুক ফুলিয়ে,
অনমনীয় মুখ উঁচিয়ে।

ডরায় নি রে, আবু সাঈদ, ভাইটি আমার,
চতুর্দিকে হাত ছড়িয়ে
কলিযুগের বুলেট চেয়ে।

একাত্তরের নিশানবাহী, আবু সাঈদ, ভাইটি আমার
ঘোর তমসার জীমূতভেদী,
ভাইটি আমার ভীষণ জেদী।

বন্দীশালার শিকলভাঙা আবু সাঈদ ভাইটি আমার,
বজ্রঠাসা সর্বনাশী!
ভাই যে আমার সৎসাহসী।

পাথরকঠিন স্পষ্টবাদী আবু সাঈদ ভাইটি আমার,
দারাজ কন্ঠ তাঁহার স্বরে,
মুহুর্মুহু মুক্তা ঝরে।

কালরজনীর মশালবাহী আবু সাঈদ ভাইটি আমার,
সম্মুখ মিছিল পদচারী।
লেলিহান এক বহ্নিশিখা, উত্তাল কান্ডারি।

দমে নি রে আবু সাঈদ ভাইটি আমার,
ঝাঁঝরা বুকে বুলেট ঠেকায়,
রক্ত দিয়ে স্বপ্ন দেখায়।

রত্নগর্ভা মায়ের ছেলে আবু সাঈদ ভাইটি আমার,
তবু জননীর অজান্তে,
গত হইলেন ভাইটি আমার, মহাকাল অনন্তে।

স্মরণ করেন, আবু সাঈদ, ভাইটি আমার,
জনাব শামসুজ্জোহা স্যার,
অভাবের এক তাড়নাবোধে প্রচন্ড দরকার।

আকুতি করেন, আবু সাঈদ ভাইটি আমার,
রাজপথে ফেলি শ্বাস,
পরিবারে যাতে না ফেরে কভু পরাজিতেরই লাশ।

ভুলিও না কভু ভাইরে আমার,
ভাই মোর আবু সাঈদ
শহীদ তুমি শহীদ
তুমি বেরোবির আবু সাঈদ।
তুমি বাংলার আবু সাঈদ।