সূর্য ডুবন্ত
দিনের শেষ ভাগ
পাহারগুলো তখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে
সাদা পাথর চিকচিক করছে
চতুর মেঘ সূর্যকে আড়াল করার
মিথ্যা চেষ্টায়রত।
পাহাড়ি নদি আর বৃক্ষরাজি
জীবন নিয়ে ধরেছি বাজী;
কে তোমায় সবচেয়ে বেশি ভালোবাসে?
অবাক বিস্ময়ে রয়েছি চেয়ে
আকাশপানে
তা' জনে জনে জানে।
ভুলে গেছি ঘরে ফেরা
পাহাড় প্রেম দিয়েছে নাড়া।
পাহাড় টপকিয়ে, মেঘ ভেংগে আসছে সূর্য
তোমার অপেক্ষায় মানভঞ্জনায় প্রস্তুত তূর্য।