রাজকন্যা বন্দী;
তিন দেয়ালের অন্ধকার কুঠুরিতে বন্দী
খাবার শুধু শুকনো রুটি ও জল।
মৃত্যু তাকে তিলে তিলে গ্রাস করছে
না ,রাজকন্যার মৃত্যু দস্যুর কামনা নয়।
তবে দস্যু চায় কি?
রাজাকে খুন করে রাজ্য পেলো
রাজকুমারীকে আটকে রাখলো।
দস্যু বলে কি তার মনে প্রেম নেই?
দস্যু এখন রাজা;
রাজকন্যাকে সে রাজরাণী রূপে দেখতে চায়,
শুধুই ভালোবেসে।
আর রাজকন্যা?
রাজকন্যা চেয়ে রইলো উদোম পথ ,
অচিন দেশের রাজকুমার তাকে উদ্ধার করবে
রাজারূপী দস্যুকে হত্যা করবে।
রাজকন্যার ঘুম ভাঙ্গবে ঘোড়ার হি হি ডাকে
সেই রাত হবে অমানিশার মতো
বেজে উঠবে যুদ্ধের দামামা
সেই রাতেই রাজকুমারী মুক্তি পাবে।
দস্যু রাজকন্যার শরীর চায় না
দস্যু চায় রাজকন্যার গুপ্তি প্রেম।
আর রাজকুমারী অপেক্ষায় রইলো
দস্যু পতনের। ..........................