বইছে বসন্ত বাতাস
হাসছে ফুলগুলো
এলোমেলো কেশগুলো
নদীর জলে খোলা হাওয়া
এ হাওয়ায় বসা বিনোদিনী
একা নীরবে
সামনে ছায়া পুরুষ রুশো
পেছনে শুধুই স্মৃতি
মাঝে বিনোদিনী জুড়েই দিগন্তের হাসি।