আমরা ডাস্টবিন
ফাত্তাহ তানভীর রানা
আমরা ডাস্টবিন
তোমরা অযথাই ময়লা ছুঁড়ো আমাদের দিকে।
আঘাতের পর আঘাত করে
ময়লা দিয়ে পুর্ণ কর আমাদের;
অবহেলা করে
তোরা অবাঞ্চির ওরে
স্পন্দনহীন, জড় ভাবো আমাদের!
কখনো আসে অব্যবহৃত সুগন্ধ
অধিকাংশ সব দুর্গন্ধ!
দুয়ে মিলে সৃষ্ট অবর্ণনীয় গল্প
অনুভূতি আমাদের অল্প
তবে আমরা ডাস্টবিন
এখন আমাদের দিন।
বাসী ও পচা আবর্জনা মিলে
সৃষ্ট অবক্ষয়;
তোদের উচ্চাভিলাষী সমাজকে করবে অন্ধ
ফিরে আসার পথ হবে বন্ধ
দূর্গন্ধ বাতাস করবে দূষিত পরিবেশ
নষ্ট হবে সমাজ, নষ্ট হবে দেশ।
ডাস্টবিনে জন্ম নেয়া পোকা
ওরা বড্ড বোকা!
বেছে বেছে খাবে তোদের
সামনে পাবে যাদের
সুখ দেবে আমাদের।
সাবধান!
হলেও জড়, হলেও শ্রেণির দরিদ্র
আমরা নগণ্য, আমরা ক্ষুদ্র;
আমরা ডাস্টবিন
যে কোন সময় পালটে দিতে পারি দিন।