আমি তোমার কাছে বৃষ্টির কথা বলতাম,
মেঘ-অন্ধকার, ঝড়ো হাওয়া, মাটি ভেজা গন্ধ-
এগুলো আমার খুব প্রিয় তুমি সব জানতে।
এখনো চারদিক অন্ধকার হয়ে বৃষ্টি নামে।
কিন্তু আমি বৃষ্টির দিকে তাকাইনা,
দৌড়ে গিয়ে ভিজি না, বৃষ্টির ছবি তুলি না।
যতবার আমি বৃষ্টি দেখি,
আমার শুধু তোমার কথা মনে হয়।
বৃষ্টির চেয়েও অনেক প্রিয় ছিলে তুমি।
তুমি সব জানতে শুধু এটা জানতে না।

৭৫, মহাখালী, ঢাকা।