অপূর্ণতার মাঝেও রয়েছে কিছুটা সাফল্য।
সুকান্ত আর মাধবীর দিকে তাকাও,
ভিন্ন দুটি কাল, তাদের মধ্যে দূরত্ব এক মৃত্যু,
তা সত্ত্বেও মনের দিক থেকে কতটা কাছে দুজন।
মৃণ্ময়ী আর অনিমেষকে দেখো,
বিয়ে হয়েছে চার বছর হলো,
রোজ পাশাপাশি ঘুমোলেও দুজনের মধ্যের দূরত্ব
যেনো জনম জনমের।
আমার মধ্যে যতটা না
তোমাকে না পাওয়ার আক্ষেপ;
তার চেয়েও ঢের আনন্দ তোমার মনের
কাছাকাছি থাকার।
মৃত্যু আর ভালোবাসার স্বাদ যেনো একই,
প্রচন্ড মিষ্টি বিষ;
যাকে সবাই হেমলক বিষ বলে ডাকে।
এই বিষে কালের দুরত্ব যতটা বাড়ে
আত্মার সাথে আত্মার, মনের সাথে মনের
দুরত্ব ততটাই কমে।
অক্টোবর ৮, ২০২২
মালিবাগ, ঢাকা