পথে পথে বাস যাদের
টোকাই তাদের নাম,
এই সমাজে নেই তাদের
একটু কদর দাম।
নেই তাদের ঠাঁই, আশ্রয়
নেই ভিটা, ঘর,
অলি-গলি, ফুটপাতে
থাকে অনাদর।
ডাস্টবিনের খাবার খেয়ে
কাটে দিন রাত,
বাড়ায় না কেউ তাদের দিকে
ভালবাসার হাত।
রোগ-শোকে কাতর হলেও
নেয় না কেউ খোজ,
এমনি হাজার টোকাই শিশু
ঝরে যায় রোজ।