লালঝুঁটিতে মোরগ ভায়া ডাকছে কুক কুরু,
ওঠো সবে ভোর যে হল, দিনটা হলো শুরু।

মুয়াজ্জিনের মধুর আজান,হল মিনার ঘিরে,
সূয্যি মামা ডাকছে দেখ কত্ত আদর করে।

গাছে গাছে পাখ-পাখালী, করছে কলরব,
নতুন দিনের সুবাস মেখে, ওঠো জেগে সব।

দিকে দিকে স্নিগ্ধ হাওয়া, যায় যে বয়ে ধীরে,
তোমার স্বপ্ন কথা বলে,ছোট্ট নদীর তীরে।

ঝাউ বনে চুপিচুপি কত ফুল ফোটে,
সরষে ফুলে সমাহারে মৌমাছিরা জোটে।

পাল তুলে কত তরী, বয়ে চলে ঠিক,
সফলতার দীপ্ত শিখা জ্বলছে চতুর্দিক।