আষাঢ় গেল, শ্রাবণ গেল
এলো ভাদ্র মাস,
শরৎ রানী ঐ উঁকি দেয়
হাসে দূর্বা ঘাস।
মেঘের ভেলা করে খেলা
ঐ নীলিম গগনে,
বকের সারি দেয় আড়ি
লুকোয় বাঁশ বনে।
বিলের ধারে, সারে সারে
কাশবনের মেলা,
মিষ্টি মধুর বাতাস এসে
দেয় তাদের দোলা।
ভাদ্র এলো শরৎ নিয়ে
বাংগালীদের মাঝে,
গাছে-গাছে তাল পাকে
পিঠা পুলি সাজে।