আমার তোমার চারিপাশে কত্ত ছেলে রোজ,
কঠোর শ্রমে দিশেহারা নিয়েছ কভু খোঁজ?

লোহা-লক্কড় হাতে তাদের মাথায় ইটের স্তুপ,
এসব দেখেও কেমনে তুমি থাকো নিশ্চুপ?

আমার তোমার মতই ওরা শিশু যদি হয়,
না শুকোনো ঘামের মধ্যে ওরা কেন রয়?

ভদ্র মহল জন সভায় শোনায় শ্রম নীতি,
তার ঘরেও তো নির্যাতিতা কাজের মেয়েটি।

আমার তোমার বয়স সম বাসার কাজের ছেলে,
আম্মু তাকে বকে কেনো একটু ছুতো পেলে?

কারখানাতে ঝুঁকি নিয়েও কাজ করে যায় হেসে,
বেতনভাতা ঠিক মতন তাও মেলেনা শেষে।

ক্ষুধায় কাতর থাকলেও ওরা কাজ করে যায় ঠিক,
একটু ভুলের জন্য আবার রোজই খায় ধিক।

চোখের সামনেই ওরা রোজ ঝরে যায় কত,
তাদের কাতর ধ্বনি শুনেও হই না দুঃখিত।

তাদেরও তো জীবন আছে, আছে পরিবার,
আমার তোমার মতন ওরা পাবে অধিকার।

শিশু শ্রম বন্ধ করো, নাওনা আজ শপথ,
মুক্ত ভাবে গড়ে উঠুক দেশের ভবিষ্যৎ।