হিম কুয়াশার ঘোমটা খুলে
পাতার ফাঁকে, গাছের ডালে
সারি সারি ক্ষেতের আলে
রোদ পড়েছে বিলে ঝিলে।
জুঁই মাচাতে,পাখির পাখায়
নুইয়ে পড়া তেঁতুল পাতায়
কোলাব্যাঙের হলুদ ছাতায়
রোদ পড়েছে শুভ্র মায়ায়।
সবুজ কণার ধানের শীষে
শিশির ভেজা দূর্বা ঘাসে
তিমির রাত্রি আঁধার শেষে
রোদ পড়েছে আমার দেশে।
তারা মাঝির ডিঙি নায়ে
ছোট্ট খুকুর পায়ে পায়ে
অলস বেলার ঘুম ভাঙিয়ে
রোদ পড়েছে সারা গাঁয়ে।
সূর্য মামার হাসিতে,
মিষ্টি রোদের গানে গানে
মহান প্রভুর অপার দানে
সুখের ভোর আমার দ্বারে
আসে বেড়াতে।