জাগো সকল ঘুমের শিশু
এলো নতুন ভোর,
দুর করে সব অলসতা
খোলো মনের দোর।

হাত বাড়িয়ে নতুন রবির
পরশ মাখো মুখে,
ফুলের শিশু স্বপ্ন ছড়াও
নতুন ধরার বুকে।

ঘুচাও সবার দুঃখ-ব্যথা
ছড়িয়ে দাও সুখ,
ভালবাসার শীতলতায়
ভরাও সবার বুক।

ফুলের শিশু কলি থেকে
ফুটবে হয়ে আলো,
আঁধার ভরা এই জগতে
জ্ঞানের প্রদীপ জ্বালো।

জীর্ণ-শীর্ণ এই ভূমি
ধুয়ে মুছে শেষ,
ফুলের হাওয়ায় গড়ে তোলো
ফুলেল বাংলাদেশ।