মরুর বুকে আঁধার ফুঁড়ে
ফুটলো আলোর ফুল,
যারই তরে জগদ্বাসীর
ভাঙলো সকল ভুল।

যার সুবাসে ঊষর ভূমি
হল সুবাসিত,
লাত, মানাত, উজ্জা, হোবল
হয়ে গেল ভীত।

মিথ্যা, শিরক, ফুসুক, কুফরি
সবই গেল উপড়ে,
সাম্য-ন্যায়ের জ্বললো মশাল
সবার ঘরে ঘরে।

ধনী-গরীব, হাবশী গোলাম
মিলিয়ে কাঁধে কাঁধ,
সবার তরে ছড়িয়ে দিল
ভালবাসার হাত।

যার জন্মে সকল মানুষ
পেল বাঁচার কূল,
তিনিই হলেন সবার প্রিয়
মোহাম্মদ রসুল।