একটি বর্ণে, একটি শব্দে, একটি কথার মাঝে,
আমার হৃদয়ের যত ধ্বনি একটি সুরেই বাজে।
মা, মা, মা, মা বলতে লাগে কি যে মধু,
পাগল করা এক ডাকেতেই লুকানো সব জাদু।

মা যে আমার হীরে-মানিক, সাত রাজ্যের ধন,
সুখ-দুঃখে মাই তো আমার পরম প্রিয়জন।
অসুস্থতায় হারাই যখন সব শক্তি বল,
সঙ্গী তখন একমাত্র মায়ের চোখের জল।

মায়ের হাসি, মায়ের কান্না, মায়ের আদরে,
প্রশান্তির স্নিগ্ধ ছায়া থাকে আমায় ঘিরে।
চলতে ফিরতে হোঁচট খেলেই ডাকি মা, মা বলে,
নির্ভরতা সে তো শুধু মায়ের কোলেই মেলে।

শেখালে আমায় পড়তে কুরআন আলিফ, বা, তা,
বর্ণমালা, ABCD,  কত  ছড়া নামতা।
তোমার কাছে পেলাম মাগো সদা সত্য বলার হুশ,
আচার ব্যবহারে গড়লে আমায় সত্যিকারের মানুষ।

শেখালে আমায় ভদ্রতা আর দিলে পথের দিশা,
দেখতে শিখলাম স্বপ্ন মাগো, জাগলো মনে আশা।
যত দুরেই থাকি মাগো ভুলবনা কভু তোমায়,
আমার ভুবন মিশে আছে যে তোমার ভালবাসায়।

প্রার্থনা তাই প্রভুর কাছে করি মোনাজাত,
মাকে দাও হায়াতে তৈয়বা, অবশেষে শ্রেষ্ঠ জান্নাত।
(ভীষণ ভালবাসি তোমায় মা)