আমার মেঘলা দুপুরে হঠাৎ বৃষ্টি নামার ব্যালকনিতে এক কাপ চায়ে তার স্থান নাই,
আমার দখিন জানালার উদাস হাওয়ায় কোকিলা গুঞ্জনে কুঞ্জবনে তার স্থান নাই,
আমার হঠাৎ গেয়ে ওঠা কোনো রোমান্টিক গানের কলিতে কিবা মুখরায় তার স্থান নাই,
আবার হঠাৎ ক্ষণিক আত্মভোলা কাব্য আবৃত্তির ছন্দেও তার স্থান নাই,
আমার নীল আকাশে জ্বলজ্বল করা শুকতারাটার কোলজুড়েও তার স্থান নাই,
আমার উত্তাল সাগরে ঢেউয়ে দোলা রঙ্গিন তরীর স্বপ্নমূখর পালেও তার স্থান নাই,
আমার কোনোকিছুতে, কোনো ভাবনাতে, কোনো সুখদুখের ভীড়ে, ভালোবাসার নীড়ে আমার একাকী জীবনে তার স্থান নাই।
যদি সে আসে হয়তো গল্প গুলো অন্যরকম হবে,
তার কানে কানে কইবো কথা,
আবৃত্তি করে শোনাবো ১০১ টি নীল পদ্ম জয়ের কাহিনী,
খলখল হাসিতে তার উঠোন জুড়ে বইয়ে দেবো বসন্ত রোদ্দুরের মেলা।