তুমি এলে হে বসন্ত,
দক্ষিণা ফাগুনী হাওয়ার মুকুট মাথায়,
শীতের জরাজীর্ণ, মৃত প্রায় প্রকৃতিতে,
বাতাসে পাতা ঝরার ছমছম শব্দে।
তুমি এলে হে বসন্ত,
লুকিয়ে থাকা কোকিলের কুহু কুহু তানে
চুপসে যাওয়া কৃষ্ণচূড়া, রাধাচূড়া, পলাশ, শিমুল এর মৃদু স্পর্শে।
তুমি এলে হে বসন্ত,
মধু স্রোতে, বন-বনান্তে,
কাননে কাননে পারিজাতের রঙের কোলাহলে
মেঠোপথ, নদীর পাড়, গাছ, মাঠ ভরা ফসলের ক্ষেতে।
তুমি এলে হে বসন্ত,
কিশোরীর এলোচুলে, খলখল হাসি অভিমানে
আমের শাখে মুকুল বৃন্তে
বৈরাগী কবির কাব্যের অনুভবে
তুমি এলে হে বসন্ত,
সখা সখীর প্রেম বিরহের পুলক সঞ্চারে
গোপনে মন ভেসে বেড়ানোর আকুলিত পথে।