এক আকাশ ঘুমের আবেশ নিয়ে লিখছি তোমায়,
মেঘেদের ভেলায় করে পাঠানো খামে,
এক চিলতে স্বপ্নেরা কয় কথা সংগোপনে,
অজানা শিহরণ, কম্পন বয়ে যায় এই উচ্ছ্বসিত হৃদে,
ছন্দের আলো ছায়ার মেকি প্রতিযোগিতায়।

আমি আলস্য দোষে বিভোর এক ক্লান্ত পুরুষ,
ছলনাময়ীর উষ্ণতা আমায় ডাকে না,
ভোর বেলায় মুছে যাওয়া শুকতারা আমায় আকৃষ্ট করে না,
কিংবা গভীর সমুদ্রের উত্তাল যৌবনের ইশারাতেও চুপ করে থাকি।

আমি রাগ করিনা, বিরক্ত হই না, কিংবা দু:খ পেলে কাঁদিও না,
আমি নির্বাসিত, যাযাবর যাপিত বাস্তবতার ভিত্তি,
আমি ঘুম, ঘুম, ঘুম রবে চিৎকার করে সারা দুনিয়া ছুটতে জানি,
আমি ক্লান্তিতে চোখ মুদলেই ঘুমাতে জানি,
আমি কঠোর পরিশ্রম কিংবা কিবোর্ড এর যান্ত্রিক শব্দেও ঘুমাতে জানি,
আমি খেতে বসেও ঘুমাতে জানি,
আমি দাপ্তরিক গোপন মিটিংয়েও ঘুমাতে জানি,
হঠাৎ বড় কর্মপরিকল্পনায় আবেশিত হয়েও ঘুমাতে জানি।

যে যাই বলুক, আমার মিছেমিছি ঘুম কাতরতা শুধু আমাকেই বলি দেয়,
গণমিছিল কিংবা শোকসভার মাইক শুনেও আমি নিদ্রায় কাতর হয়ে পড়ি,
আমার আমিতে আমি ঘুমাই, কিবা স্বপ্নে বিচরণ করি।

আমার গ্রীষ্ম, বর্ষা, শরত কিবা বসন্তেও আমার চোখটি মুদিয়া সুর্যস্নান করি,
আমার গোধুলি কিবা ভোরের রঙ্গিন পাল তাড়িয়ে নিয়ে যায় ঘুমের রাজ্যে,
যেখানে শান্তির স্নিগ্ধতা জড়ো হয়ে মিছিল করে।

আর এভাবেই আমি খুব ভালো আছি,
কারণ আমি ঘুমাতে জানি।