ফেব্রুয়ারির একুশ তারিখ
ফাগুনেরই আট,
বাংলা ভাষার জন্য হলো
রাঙা রাজপথ।

শহীদ সালাম, বরকত
শফিক, জব্বার ঐ,
মিছিল নিয়ে গিয়েছিল
ভাইরা তারা কই?

ফুল ফুটেছে কৃষ্ণচূড়া
শহীদ মিনার ঘিরে,
সকাল হতেই অশ্রুসজল
একুশ আসে ফিরে।