এই দেশেরই শ্যামল মায়া
মুক্ত শীতল বায়ু,
গাছ-গাছালির সবুজ পরশ
বাঁচিয়ে রাখে আয়ু।

এই দেশেরই নরম মাটি
শান্ত শীতল পাটি,
পথ-ঘাটের ধূলো মানিক
সোনার চেয়ে খাঁটি।

এই দেশেরই বয়ে চলা
নদীর মিষ্টি জল,
মেটায় সদাই তৃষ্ণা আর
বাড়ায় দেহে বল।

এই দেশেরই আকাশ নীল
মনকে সদাই কাড়ে,
সাদা মেঘের ভেলায় করে
চরে তেপান্তরে।