ঝমঝম বৃষ্টি নামে
সকাল, দুপুর, সাঝে,
গাছের ডালে, টিনের চালে
খুকুর নুপুর বাজে।

জলে ভিজে ব্যাঙেরছাতা
টাপুর টুপুর টুপ,
ছাতিম গাছে পাখির বাসা
দোয়েল ছানা চুপ।

কদম, কেয়া ফুটে থাকে
গাছের মাথায় ঐ,
ছলাৎ ছলাৎ উছলে ওঠে
ছোট্ট নদীর ঢেউ।

দস্যি ছেলে মাতিয়ে রাখে
শাঁন বাঁধানো ঘাট,
বর্ষার জলে ভরে গেছে
আউশ ধানের মাঠ।