বাংলা ভাষায় সূর্য হাসে আসে মিষ্টি ভোর,
বাংলা ভাষায় পাখি ডাকে কাটে ঘুমের ঘোর।
বাংলা ভাষায় কৃষ্ণচূড়া রাঙে রক্ত লালে,
বাংলা ভাষায় পাতা দোলে দখিন হাওয়ার তালে।
বাংলা ভাষায় বাজায় বাঁশি গায়ের রাখাল ছেলে,
বাংলা ভাষায় মায়ের চুড়ি খুশির কাঁপন তোলে।
বাংলা ভাষায় শিশির জমে সবুজ দূর্বা ঘাসে,
বাংলা ভাষায় হিম কুয়াশা রোদ্দুরে যায় মিশে।
বাংলা ভাষায় শস্য তোলে কৃষক গোলা ভরে,
বাংলা ভাষায় জাল ফেলে জেলেরা মাছ ধরে।
বাংলা ভাষায় কাপড় বোনে তাঁতি তাহার তাঁতে,
বাংলা ভাষায় গাঁয়ের ছেলে দস্যিপনায় মাতে।
বাংলা ভাষায় বাউল ভায়া একতারা বাজায়,
বাংলা ভাষায় শখের মাঝি ভাটিয়ালী গায়।
বাংলা ভাষায় জুঁই, চামেলি নাচে সুরের তানে,
বাংলা ভাষায় বাবুই পাখি স্বপ্নের নীড় বোনে।
বাংলা ভাষায় মায়ের কোলে শিশু সুখে দোলে,
সকল বীণা বাজে আমার বাংলা ভাষার বোলে।
বাংলা ভাষায় লেখে কবি ছড়া,কাব্য, গান,
বাংলা ভাষা মাতৃভাষা বাংলা আমার প্রাণ।