আমার যদি থাকত দু'টি
পাখির মত ডানা,
নীলাকাশে হারিয়ে যেতাম
করত না কেউ মানা।

মেঘের দেশ দিতাম পাড়ি
ডানায় ভর করি,
ইচ্ছে মতন খেলে বেড়াতাম
মেঘ লুকোচুরি।

ক্লান্ত হলে জিরিয়ে নিতাম
নীল আকাশের গায়,
দু'চোখ আমার থাকত চেয়ে
স্বপ্ন আঙিনায়।

বকলে মা বলতাম আমি
চোখটি থাক বুজে,
হাওয়ায় ভেসে নীরবে
দেখতাম কাণ্ড যবে
মা পেতনা খুঁজে।