কখনো হেঁটেছ কি গাঁয়ের মেঠোপথটি ধরে
শুনেছ কি ভোরের মিষ্টি কলতান,
নিয়েছ কি ফোঁটা ফুলের গন্ধ
ভেবেছ কি কখনো এসব কার দান।

তুমি কি দেখেছ নীল আকাশের ঐ রক্তিম আভা
গোধূলি বেলার শিশুদের খলখল হাসি,
শিশির সিক্ত ঘাসের বুকে জন্ম নেয়া প্রতিটি স্বপ্ন
কার দয়ায় বেঁচে থাকে দিবানিশি।

তুমি কি শুনেছ কোকিলের কুহু, দোয়েলের মুহু
ছলাৎছলাৎ উছলানো ঢেউয়ের খেলা,
দেখেছ কি কোন মায়ায় ভবে সন্ধ্যে নামে
কার মহিমায় বিশ্ব চরাচরে বসছে নানান মেলা।

তুমি কি দেখেছ ঝর্ণা ধারা, কি শীতল আবেশে
বয়ে যাওয়া প্রতিটি স্রোতের সুর,
গেয়ে যায় যা আপন মনে প্রভু প্রেমের গীতি
নির্জনে,সংগোপনে হারায় তা বহুদুর।