প্রিয়তমা তুমি সেই বেলীফুল;
যে বেলীফুল শেষরাতে ঝরে গিয়ে পড়ে থাকে পদতলে,
চাইলেই যাকে পিষে ফেলা যায়-
চাইলেই আবার তুলে নেই বুকে-
সব বিরহ বেদনা ভুলে!
প্রিয়তমা তুমি সেই গাঙচিল;
প্রেম সাগরের রঙিন আকাশে উচ্ছ্বাসে মেলো ডানা,
কাছে ডাকতেই দূরে সরে যাও-
ছুঁয়ে দিতে গেলে হুঙ্কার তোলো-
ভুলে সব বিধি মানা!
প্রিয়তমা তুমি সেই প্রচণ্ড রোদ;
আগুনের মতো উদ্যমী হয়ে ঝলসে দাও অবিনাশী কায়া,
তাকাতে বারণ, ব্যবধান টেনে দূরত্ব আঁকো চোখে-
বেঁধে দাও ভীষণ মায়া!
প্রিয়তমা তুমি সেই বিষাক্ত মোহ;
প্রেমিকার রূপে তুমি দেহ নিয়ে খেলা করো-
জুড়ে দাও নিয়মের মালা,
উন্মাদ হয়ে বলি প্রেম নয় দেহ চাই-
কাছে টেনে নিতে যাই-
বুকে পুষে রাখো বিষজ্বালা!