প্রদোষের কোলে রবি ঢলে পড়ে,
নীড়ে ফেরা পাখিদের ডানায় কি ছন্দ;
প্রিয়তমা কতোদিন দেখিনি তোমার মুখ,
কতোকাল কেঁটে গেলো পথচলা বন্ধ।
বুলবুলি গান গায় পূবালী হাওয়ায় ভেসে,
পৃথিবীটা থেমে গেছে দখিনের বাঁকে এসে,
চার দেয়ালের মাঝে ইচ্ছেরা মরে যায়,
নিঃশ্বাস নেবে তাই খুঁজে ফেরে রন্ধ্র;
তবু আমি বাতায়নে কান পেতে বসে থাকি,
কভু যদি ভুল করে একবার শোনা যায়,
নীড়ে ফেরা পাখিদের ডানার সে ছন্দ!
বেঁচে আছে দেহখানি- মগজে বিষের ব্যথা,
নির্বাক বসে থাকি, পিপীলিকা পালে কথা'-
আনাড়ি হাতে আমি ডায়েরীর পাতা ভরি,
লিখে যাই প্রেয়সীর শরীরের গন্ধ;
বিকেল রোদের শেষে প্রদোষে উঠি জেগে,
কান পেতে বসে থাকি প্রিয়তম অনুরাগে-
বিষাদের যন্ত্রণা ছুঁড়ে ফেলে ভাবি, আহা!
নীড়ে ফেরা পাখিদের ডানায় কি ছন্দ।