শিশিরের মতো করে ক্রমশই ঝরে পড়ছে আমাদের অভ্যন্তরীণ কুয়শা—
অথচ আমাদের দেখা হচ্ছেনা কিছুতেই;
এই শহরে কাঠঠোকরার থেকে কাঠের দাম বেশী বলে,
অরণ্যও আর টিকে থাকতে পারেনি বেশীদিন;
এমনকি হিজল এবং হরিতকীর সাথে সমানে পাল্লা দিয়ে
বিলীন হয়েছে স্বর্ণলতা—
সমসাময়িক লেখকের কলম থেকে অনলাইন ম্যাগাজিনের পাতা পর্যন্ত
যেসব সমুজ্জ্বল ফসলের ফাঁদ পেতে রাখা হয়েছিলো~
সেখান থেকে অবুঝ শালিক একটিমাত্র শস্যদানা ঠোঁটে তুলতেই
হোটেলের ঘরে জমে উঠলো রাজনৈতিকের লাস্যময় ভোজন উৎসব;
একইসাথে গোটা দিনে একবারও ফুটন্ত ভাত পাকস্থলীর স্পর্শ পায়নি বলে
দু'পেয়ে যেসব প্রাণী 'ভাত দে' শিরোনামে চোখ তুলেছিলো রাষ্ট্রের দিকে—
রাষ্ট্র তাদের অবাধ্য চোখ উপড়ে নিয়েছে
উত্তপ্ত বুলেটের বিনিময়ে কিনে নিয়েছে সার্বিক ক্ষুধা;
এবং এসব তাজা খবর জমে জমে আমার চশমার পুরুত্ব বাড়ছে ক্রমশই,
এরইসাথে সমানে তাল মিলিয়ে ঝরে পড়ছে আমাদের অভ্যন্তরীণ কুয়াশা—
আমাদের দেখা হচ্ছেনা কিছুতেই;
অথচ পুঁজিবাদের এই রাষ্ট্রে আমাদের চুম্বনই হয়তো গড়ে দিতে পারে সমবণ্টনের পৃথিবী!
🌼 সাময়িক দণ্ডবিধি
১৭ ডিসেম্বর, ২০২১