তোমার তোমাকে কখনোই ছুঁতে পারিনাই,
জীবন হয়েছে পার রক্তিম গোধূলির শেষে,
পথে পথে ঘুরিয়াছি যাযাবর হয়ে অন্তহীন,
প্রতি বাঁকে জমে আছে সহস্র বেপরোয়া স্মৃতি;
কতশত নির্লিপ্ত-নির্মম শোণিতের ইতিহাস,
থমকে দাঁড়িয়েছি ঠিক মৃত্যুর নিকটে এসে।
কূপজল দোতারার তালে শুনিয়াছি কত সুর,
ছন্দের খোঁজে কাঁটিয়েছি শত নিদ্রাহীন রাত,
সুলোচনা যুবতীর কথা ভেবে কাব্য লিখেছি,
কেশমূলে আদরের নামে এঁকেছি বিষাক্ত চুম্বন;
ষোড়শীর বুকে রেখেছি প্রতারণা- নির্ভুল প্রেমিকের বেশে,
আমি তোমার তোমাকে কখনোই ছুঁতে পারিনাই,
এক জীবন কাঁটিয়ে দিয়েছি- ভুল মানুষেরে ভালোবেসে।