আমি কখনো শকুন দেখিনি,
ভীষণ ক্রোধে ধারালো হিংস্র থাবা-
বিষাক্ত নো'খ তীব্র লোলুপ দৃষ্টি;
দেখেছি আমি রাজনৈতিকের রূপে,
লোভে-লালসায় উন্মাদ হয়ে থাকা-
অশুভ পিশাচ, মনুষ্য নামক সৃষ্টি!
মুখোশে তার লুকোনো থাকে বিষ,
অজস্র বিষ জমে জমে হয় পাপ;
গণ মানুষের অধিকার নিয়ে খেলা-
বক্ষে সে পোষে নিদারুণ অভিশাপ।
ক্ষমতার বলে নেশাতুর চোখ,
ঠিক শকুনের মতো তার দৃষ্টি;
আমি কখনো শকুন দেখিনি-
দেখেছি আমি মানুষের অনাসৃষ্টি!