শেষবার প্রলয় দেখেছিলাম গত কার্তিকের শেষে,
বিষাক্ত সাপের মতো ফুঁসে উঠেছিলো প্রবল বাতাস,
চরম বিবাদে মাথানত করেছিলো শতবর্ষী শত গাছ,
সেবার প্রলয় এসেছিলো যেন এক কালনাগিনীর বেশে;
দেখেছিলাম সেদিন হেমন্ত রূপে ভয়াল অঝোর শ্রাবণ,
আজিকে বহুদিন পরে আগামীর এ জৈষ্ঠ্যে এসে,
আবারও হেনেছে আঘাত বিষম প্রলয়-প্লাবন!
আজিকে বিরল সুখের পাখি উড়ে গেছে বহুদূরে,
চারিদিকে শুনি তীব্র গোঙানি, ক্রন্দন করুণ সুরে,
কারও গেছে ঘর, কারো গেছে গরু, কেউ-বা গেছে মরে,
অশীতিপরায়ন বৃদ্ধার লাশ পাওয়া গেছে বালুচরে;
ভেঙ্গেচুরে সব চুরমার হলো, আধারের রাত শেষে-
শেষবার প্রলয় এসেছিলো যেন এক ধ্বংসদূতের বেশে,
তারপর বহুদিন, বহুদিন পরে এসে-
আজিকে আবারও হেনেছে আঘাত বিষম প্রলয়-প্লাবন;
নিয়তির জৈষ্ঠ্যমাসে!