ওরা ব্যর্থতার নাম দিয়েছিলো নিয়তি,
অচেষ্টাকে দেবতা মেনে-
অলসতাকে বুকে পুষে রেখে-
ওরা ছিলো অনিচ্ছার পূজারি;
জীবনের অনুক্রম শেষ হলে-
মৃত্যু এসে কড়া নাড়তো ওদের দুয়ারে,
ওরা জীবিত ছিলো জানি তবু-
উদ্যমী প্রয়াসে ছুটে চলা হলো না।
ওরা ব্যর্থ,
ওরা ব্যর্থতার নাম দিয়েছিলো নিয়তি,
অথচ নিয়তি ওদের সু-মগজে বাঁধা ছিলো;
ওরা বেঁচে ছিলো জানি তবু-
ওদের ভেতরে কোনো বেঁচে থাকা ছিলো না!