সময় যতো যাচ্ছে আমার আঙ্গুল হো'চ্ছে ভারী,
চাও যো'দি দাও স্বর্ণকমল, ফাগুন তাড়াতাড়ি—

সঙ্কিত ঠোঁট দোলাও এবার, বর্ণ-বিনয় বোধে,
অশ্রু গড়াক দুঃখ-লীলায় কিংবা সজাগ ক্রোধে।

বো'লতে পারো ভালোবাসা— চাও যো'দি দাও সুর,
ধো'রতে পারো অবোধ আঙুল, 'ভিলাষ বহুদূর।

আর কতোদিন এমন দ্বিধা— এমন লুকোচুরি,
উড়াও এবার প্রেম প্রয়াসে, সহজ সতেজ ঘুড়ি।

আঙ্গুল বেয়ে স্রোতের তালে ফুরিয়ে যাচ্ছে বেলা,
চাও যো'দি দাও ভালোবাসা, কিংবা অবহেলা।

কিছুতো পাক তৃষ্ণ হৃদয়, কিছুতো পাক চোখ—
তোমার জন্য চড়ুই পাখির প্রদোষ বেলার শোক।

আর কিছু নেই, কী'ইবা দেবো— শব্দ দিতে পারি,
তুমি না'হয় 'হেলাই দিও ~ ফাগুন তাড়াতাড়ি।