তোমার নিকটে যদি ভালোবাসা চাই,
অতি সচেতনে তুমি এড়িয়ে চলো;
প্রার্থনায় দু'টো হাত পেতে বসে থাকি তোমার দুয়ারে,
দরোজা খোলো না তুমি,
মুক্তির ডানা মেলে উড়ে যাও দূরে; দ্যাখা মেলে না!
তোমার নিকটে যদি অনুভূতি চাই,
মেলে ধরো চারিধারে সীমাহীন ব্যস্ততা;
দুস্থের মতো দু'টো হাত পেতে বসে থাকি তোমার দুয়ারে,
সামনে আসো না তুমি,
আশ্বাসবাণী ছুঁড়ে দাও বুকে; প্রশান্তি মেলে না।
তোমার নিকটে যদি অধিকার চাই,
অতি কৌশলে তুমি নীতিমালা ধরো তুলে;
বিদ্রোহী হয়ে আমি শ্লোগান তুলে তোমার দুয়ারে দাঁড়াই,
দানবের রূপ ধরো তুমি,
যন্ত্রণা জুড়ে দাও দেহে, কঠিন মৃত্যু মেলে।
বলো তবে, ভালোবাসা অথবা গণতান্ত্রিকতায়,
তুমি আর রাষ্ট্রের মাঝে ব্যবধান কোথায়?