একবিংশ শতাব্দীর 'স্বাধীনতা' মানে
সুগঠিত, সুবিন্যস্ত— ইম্পেরিয়ালিজম;
জ্ঞানের দাসত্ব, রুচির দাসত্ব, চিন্তার দাসত্ব
'মডার্নিটি'র নামে দাসত্বের সুতীব্র প্রতিযোগিতা;
ব্যক্তিমুক্তির তাগিদে রাষ্ট্রের বুকে পোষা 'লিবারেলিজম',
'ডেমোক্রেসি'র চোখে বাঁধা সস্তা ব্যালটপেপার, আর
রক্তচোষা 'ক্যাপিটালিজমে'র কাঁধে ভর করে বেঁচে থাকা রাষ্ট্রের শিরদাঁড়া;
একবিংশ শতাব্দীর 'স্বাধীনতা' মানে
মৃত মগজে জুঁড়ে থাকা স্যাঁতস্যাঁতে স্নায়ুকোষ—
ক্ষমতার ধর্ষণে প্রসূতি পৃথিবীর নোংরা সভ্য সন্তান।