ভালোবাসি বো'লে দূরে সরে যাই,
ঘৃণা কো'রে আসি কাছে;
ছুঁয়ে দেবো বো'লে হাত বাড়াতেই,
দ্বিধাবোধ ছুটে আসে;
শব্দ চয়নে উপমা হারাই,
কবিতার মৃত লাশে;
কোথা থেকে শুরু, কোথা শেষ তার
বর্ণ-সর্বনাশে!
উন্মাদ কবি আশ্রয় বাঁধে
পতিতালয়ের পাশে,
আধচালা ভাঙ্গা ছাউনি থেকে
চিৎকার ভেসে আসে;
সচেতন চোখ চেতনা হারায়
নরম সবুজ ঘাসে,
কেঁপে কেঁপে ওঠে আঙ্গুলের নো'খ
শীতল স্নিগ্ধ বাতাসে;
এ কেমন প্রমাদ রক্ত-স্নায়ুতে,
কেমন পঁচন মাংসে-হাড়ে!
শরীর বাড়ে, বয়স বাড়ে,
সুবোধ-চেতনা মগজে না আসে;
নিউরন বাড়ে, দেহকোষ বাড়ে,
পা'দুটো তবু চলতে না পারে;
জ্ঞান বাড়ে, প্রজ্ঞা বাড়ে,
নির্বোধ উল্লাসে।
🌸 নির্বোধ উল্লাস