চলো একদিন যাই নিরালায়—
কোলাহল থেকে দূরে, বেশ দূরে
যেথা' নরম ঘাসের বুকে অধিকার পেতে বো'সে
উজানী নদীর করতাল শোনা যায়।
চলো নিরালায়— যেথা'
গাছের ফোঁকরে ছুটে রহস্যরোদ্দুর
এঁকে গেছে রঙতুলি ঝোপঝাড়— পরগাছা
সচেতনে পায়ে হেঁটে চুপ-চুপ, শুনশান
যেথা' সমতল হো'য়ে ওঠে নিঃশ্বাস—
শ্যাওলায় পা'ফেলে কিছুদূর— চলো নিরালায়।
মানুষ রইবে তবু নিরালা,
অবোধে ছুটে এসে বো'লবেনা কিছু—
সমাজ রইবে তবু নিরালা,
তুমি আমি কে কোথায়— ভালোবেসে হো'য়ে আছি চৌচির
করুণ আঘাতে এসে ভাঙ্গবেনা, আমাদের অবকাশ জানবেনা।
চলো একদিন— শহুরে দরোজায় তুলি কপাট
কোলাহল থেকে দূরে, বহুদূরে—
রঙচটা দেয়ালের মতো স্মৃতিময়,
বুনোফুল ভালোবাসে, ঘাসেদের বুকে লিখি অধিকার—
চলো একদিন চলি নিরালায়।
যাবে?