যা-কিছু অল্প তা-ই দিনশেষে গল্পে হয় ভারী,
এতো ভালোবাসা, এতো প্রেম তবু-
প্রেমিকা মানেই নারী;
এতো জনগণ, এতো বিদ্রোহ - শাসক অত্যাচারী,
এতো সাধারণ জীবন তবুও ক্ষমতার কাড়াকাড়ি!
যা-কিছু খারাপ সেগুলোই সব সমাজের চোখে ভালো,
চোখের দেখায় কি-ইবা বোঝায়, সাদা কিংবা কালো?
এতো আঁধারের ছড়াছড়ি তবু- খুঁজে ফিরি শুধু আলো,
এতো শীতলতা চারিদিকে তবু 'উষ্ণ আগুন জ্বালো'।
যা-কিছু হারায় আমাদের কাছে সেগুলোই শুধু দামী,
এতো প্রজা আছে তবুও সবাই হতে চায় ভূস্বামী;
অর্থের লোভে দিনশেষে সবে শোষকের অনুগামী,
এতো সৈন্যের জীবনের ত্যাগে একজনই গুমনামী।
যা-কিছু গোপন তারি চারপাশে উৎসুক চোখ ঘেরা,
এতো প্রতিযোগী জীবন খেলায় একজনই তার সেরা;
বিত্তের স্রোতে গা ভাসিয়ে শেষে কে-বা হতে চায় নেড়া?
এতো সুখ তবু কুটিলতা খুঁজে অশান্তি চুল-ছেঁড়া।
যা-কিছু সাজানো তাই নিয়ে শুধু কবিতায় লেখালেখি,
অথচ আমি চোখ মেললেই অনিয়মগুলো দেখি;
এতো সুন্দর, এতো অভিসার; কোথায় গোপন রাখি?
পৈতৃক প্রাণ, জীবনের ভয়ে মৃত হয়ে বেঁচে থাকি।