তোমার সঙ্গে শব্দে লাগে ই কার কিংবা উ কার
তুমি ছাড়া আর সকল কিছু আমার কাছে বেকার
এক পৃথিবী তুল্য নয় তো তোমার ডাকের কাছে
ভুবন আমার সাজিয়ে দিলে, পাল্টে দিলে এসে।
তুলতুলে এক ফুলের পরী আমায় দিল রব
এইতো আমার জীবন মরণ
এইতো আমার সব
তোমায় নিয়ে মেতে থাকি, তুমি আমার গরব
তোমার হাসি মুখের ছবি আমায় করে সরব।
প্রভু তোমার শোকর করি আমি দিবা রাত্র
তার মঙ্গল কামনা করে জলে ভেজে মোর নেত্র।
চোখের মনি হয়ে আছো তুমি আমার স্বপ্ন
তোমার আলোয় ভুবন ভরা
তুমি আমার রত্ন।