ইচ্ছে ভোরে একা বসে
একটু চুপে ধানের আলে
শিশির বিন্দু ছুঁয়ে ছুঁয়ে
মনের গহীন কান্না সকল
দুঃখ, ব্যাথা, ভাবের নকল
পালিয়ে যাক আমায় ছেড়ে
এই পৃথিবীর সীমানা পেরিয়ে
অসীম কালো ঐ মহাশূন্যে।
ইচ্ছে দূরের ঐ তেপান্তরে
গোধূলি বেলায় রবির রঙে
রক্তাক্ত স্মৃতির পটে সন্ধ্যামালতী
উঠবে ফুটে, আনবে হাসি
আমার মনের সকল কোণে
দ্যূতি ছড়াবে তারারা মিলে।
যখন আমি ফিরবো নীড়ে
কষ্ট স্মৃতি আসবো ছুঁড়ে।
ইচ্ছে দূরে দিগন্ত রেখায়
সওয়ার হব পাখির ডানায়,
ইট পাথরের জগত ছেড়ে,
ফেরারী হবো স্বপ্ন ভোরে,
মেঘের জলে সিনান শেষে,
নীল প্রাসাদে গা এলিয়ে,
বৃষ্টি নুপূর মধুর রবে
ঘুম পরীকে আনব ডেকে।