যখন আমার হৃদয় কাঁপে
ভূমিকম্প নয় কোন আঘাতে
সবুজ শাখার লতাপাতার মত জড়াবে আমায়?
যেমন করে বিশুদ্ধ আবেগে
মায়ের আঁচল জড়ায়,
যখন আমার বুকে দাউদাউ করে
আগুন জ্বলে নরকীট দেখে,
আষাঢ়ের মত শীতল ধারা
ঝরাবে আমার বন্ধু যারা?
মিত্র হবে তেমন করে
চাতক যেমন ধারণ করে?
যখন এ মন আঁধার কালো
হবে কি তুমি রবির আলো?
শীতের দিনের আরাধ্য রবি
তুমি হবে কি তার প্রতিচ্ছবি?
রঙহীন যখন জীবন ছবি,
হাহাকার করে মনের কবি,
রঙধনু হয়ে রঙের খুশি
ফুল হয়ে মোর মুখের হাসি,
আনবে? চিৎকার করে বলো শুনি,
আজ নিদানে দিন গুনি
দেখা দাও বন্ধু, রবের কৃপায় তাড়াও অশনি।
সেতু হয়ে তুমি আমার মনের
এপার ওপার মিলিয়ে দিবে?
কাঠখড় পোড়াতে ক্লান্ত আমি,
হবে কি তুমি আরাধ্য জমি?
যেথায় সহজ সরল সবই,
জীবন হোক না সুখের ছবি।