দিন ফুরালে সাঁঝের বেলা রবির বিদায় দেখে
হারিয়ে যেতে ইচ্ছে করে রবির আবির মেখে
অকারণেই ছলছলে হয় চোখের এলাকা
অভিমানী মন হতে চায় ছোট্ট বলাকা।
ঘন কুয়াশায় ভিজে যখন সর্ষে ফুলের কলি
হারিয়ে যাবার ইচ্ছে কথা তার কানেতে বলি
তার ছোঁয়ানো জলের কণা চোখের কোণায় মিশে
দুরন্ত মোর ইচ্ছাটুকুর জোয়ার জেগে উঠে।
ভরা বর্ষায় মন নাচতো টইটুম্বুর জলে
তার বিহনেও হারাতে চাই সুদূর মেঘের কোলে,
হারিয়ে যাবো হারিয়ে যাবো রব উঠেছে মনে
সাঁঝের বেলার বলাকা মন বশ মানবে কিসে?
সাঁঝের কালে হারিয়ে গেলে গহীন বনের মাঝে
বৃক্ষলতায় জড়িয়ে আমি চোখের জলটা সেচে
নতুন অনেক অজানা কথা শুনতে আমি চাই
হারিয়ে যাওয়ার নেশায় আমার চোখে নিদ্রা নাই।
সাঁঝের কালে হারিয়ে যাবো লোকালয়টা ছেড়ে
এমন ইচ্ছে মনের মাঝে যাচ্ছে আমার বেড়ে
বেঁধে রাখতে চাইছে আমায় আপনজনের টান
তরপরেও হারিয়ে যাওয়ার নেশায় লেগেছে বান‌।