প্রশ্ন করেছিলে সেদিন সাঁঝে
জারুল কেন বেগুনি বর্ণের?
খরতাপের প্রকোপে বহু বর্ষের
পুরনো অপমান আর কষ্টের,
ধোঁয়া উঠা তুষের অনলের।
ফিরিয়ে আনলো দুঃসহ স্মৃতি
বখাটের সেই বিকৃত রুচি।
কৈশরের উদ্দামতা ছুঁয়েছে যখন,
বখাটের উক্তিতে থেমেছে চরণ
সব না বুঝলেও বেগুনি বর্ণ
ধারণ করতো মন ও মনন
তাকেই বুঝি সুন্দর রূপে
বহিঃপ্রকাশ করতো জারুল,
ভুলিয়ে দিত নষ্ট শ্লীল
বেদনার ঐ অতল সলীল।
প্রেম সেতো পবিত্র অনুভূতি,
বিভ্রান্ত হয়োনা শুনে কটূক্তি
এসো উথলে উঠি সময়ের গানে
পাখা মেলি অনন্ত নীলে।